Image description

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলেরা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী রিচার্ড গ্রেনেলের সাথে দেখা করেছেন। তারা তাদের বাবার কারাগার থেকে মুক্তির আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছেন।

 

ইমরানের ছেলেরা - ২৮ বছর বয়সী সুলাইমান খান এবং ২৬ বছর বয়সী কাসিম খান - মে মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের বাবার কারাদণ্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন এবং ৯ মে, ২০২৩ সালের বিক্ষোভের সাথে সম্পর্কিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বিচারাধীন বিচারের মুখোমুখি হচ্ছেন।

 

বিশেষ মিশনের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত গ্রেনেল – ইমরান খানের মুক্তির জন্য আগেও প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। তিনি এক্স-এ পোস্ট করে বলেছেন যে, তিনি ক্যালিফোর্নিয়ায় সুলাইমান এবং কাসিমের সাথে দেখা করেছেন এবং তাদের ‘শক্তিশালী থাকার’ আহ্বান জানিয়েছেন। ‘বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক মামলা-মোকদ্দমায় ক্লান্ত। আপনারা একা নন।’

 

ইমরানের ছেলেরা ডক্টর আসিফ মাহমুদের সাথেও দেখা করেছেন, যিনি একজন পাকিস্তানি আমেরিকান চিকিৎসক, যিনি পিটিআই-এর মার্কিন সমর্থকদের মন জয় করার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 

মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ইউএসসিআইআরএফ) ভাইস চেয়ারম্যান ডক্টর মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রীর ছেলেদের সাথে গ্রেনেলের সাথে দেখা করার একটি ছবি শেয়ার করেছেন। ‘কাসিম এবং সুলাইমান খানের জন্য তাদের পিতা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য লড়াই করার সাহসিকতার জন্য অপরিসীম গর্ব,’ তিনি বলেন।

 

তিনি গ্রেনেলের ‘ন্যায়বিচার ও নীতির পক্ষে দাঁড়ানোর’ প্রশংসা করেছেন এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে মুক্ত করার জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন। সূত্র: ডন