Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজারে। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন। 

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৩৪টি লাশ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১৫৫ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪২ হাজার ১৩৫ জনে।

একদিনে আরও ১১৫ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেকক্ষেত্রে পৌঁছাতে পারছেন না।

এদিকে গত ২৪ ঘণ্টায় সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৫০ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে এক হাজার ২১ ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজার ৫১১ জনের বেশি আহত হয়েছেন।

চলতি বছরের মার্চের ১৮ থেকে ইসরাইল নতুন করে গাজায় হামলা শুরু করে, যদিও জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। নতুন এই দফার হামলায় এখন পর্যন্ত আট হাজার ১৯৬ জন নিহত এবং ৩০ হাজার ৯৪ জন আহত হয়েছেন।