Image description

গাজার বেঁচে থাকার প্রতিদিনের লড়াইটা তিনি তুলে ধরতেন কণ্ঠে—কখনও গানে, কখনও কোরআনের সুরেলা তিলাওয়াতে। তরুণ কণ্ঠশিল্পী আলা আজ্জাম নিজের গানের ভিডিও আর কোরআন তিলাওয়াতের মাধ্যমে গাজার মানুষের বেঁচে থাকার সংগ্রামকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন।

ইসরায়েলি হামলায় আলা আজ্জামের কণ্ঠ চিরতরে থেমে গেল। গাজার তেল আল-হাওয়া এলাকায় নিজের বাড়িতে ইসরায়েলি বোমায় তিনি নিহত হয়েছেন। আলা আজ্জামের সঙ্গে তার পরিবারের প্রায় সকল সদস্য নিহত হন। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যা  শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু।

https://www.facebook.com/oumme.sakina.2025?ref=embed_video

 বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩৬৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ আটকে আছে এবং অনেকেই রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা ঝুঁকি ও গোলাবর্ষণের কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আরও ২৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন অন্তত ৩২ জন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত এই ধরনের মানবিক সহায়তা কেন্দ্রীক হামলায় প্রাণ হারিয়েছেন ৮৭৭ জন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।