
বিহারের সমষ্টিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাটে চলতি সপ্তাহে নাগ পঞ্চমী উপলক্ষে ঐতিহ্যবাহী এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে শত শত ভক্ত সাপ নিয়ে অংশ নেন।
সিঙ্ঘিয়া বাজারের মা ভাগবতী মন্দিরে পূজার মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর ভক্তরা বুড়ি গণ্ডক নদীর তীরে সমবেত হন। এ সময় ছোট শিশু থেকে বৃদ্ধ—প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে সাপ বহন করছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যরা সাপ শরীরে জড়িয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এতে মিথিলা অঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ অংশ নেন—যেমন খাগড়িয়া, সাহারসা, বেগুসরাই ও মুজাফফরপুর। স্থানীয়রা জানান, এই ঐতিহ্য শত বছরের পুরনো এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।
এছাড়াও, নারীরা গহ্বর নামক স্থানে বিশেষ পূজা করেন নাগ দেবতার উদ্দেশ্যে। পরিবারের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, এ বছর অনুষ্ঠান থেকে কোনো সাপের কামড় বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি,
সূত্র: এনডিটিভি