Image description

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুরে ভেসে উঠেছে এক শিক্ষার্থীর লাশ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। 

লাশটি আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের সাজিদ আব্দুল্লাহর বলে নিশ্চিত করেছে সহপাঠীরা। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

এদিকে ঘটনাস্থলে ইবির নিরাপত্তা কর্মকর্তারা ও ইবি থানার পুলিশ সদস্যরা উপস্থিত হন। 

পুকুর পাড়ে অবস্থিত দোকানি আকমল বলেন, আমি দুপুরের দিকে দেখি কেমন একটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছিলো প্যান্ট ভেসে আছে। পরে আসরের দিকে দেখি মাথা ভেসে উঠেছে। তখন বিষয়টি জানাজানি হয়।

ইবি থানার ওসি জানান, লাশ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশ উত্তোলন করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। লাশটি এখানকার ছাত্রের বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

শীর্ষনিউজ