Image description
 

ন্যাটো মহাসচিব মার্ক রুট বুধবার সতর্ক করে বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে ব্রাজিল, চীন ও ভারতসহ কয়েকটি দেশ মারাত্মকভাবে ‘দ্বিতীয়িক নিষেধাজ্ঞার’ কবলে পড়তে পারে।

মার্কিন কংগ্রেসে সিনেটরদের সঙ্গে সাক্ষাতে রুট এ মন্তব্য করেন। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা দেন এবং রাশিয়ার রপ্তানি পণ্যের ক্রেতাদের ওপর ১০০ শতাংশ হারে “কঠোর দ্বিতীয়িক শুল্ক” আরোপের হুমকি দেন, যদি ৫০ দিনের মধ্যে কোনো শান্তিচুক্তি না হয়।

রুট সাংবাদিকদের বলেন, “আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি এখন বেইজিংয়ে থাকেন, দিল্লিতে থাকেন, কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে বিষয়টি ভালো করে ভেবে দেখুন—কারণ এতে আপনাদের মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে।”

 

তিনি আরও বলেন, “সুতরাং, দয়া করে ভ্লাদিমির পুতিনকে ফোন করে বলুন—তাকে এখন শান্তি আলোচনায় সিরিয়াস হতে হবে। না হলে এই নিষেধাজ্ঞার ধাক্কা ভয়াবহভাবে ব্রাজিল, ভারত এবং চীনের ওপর পড়বে।”