Image description
 

নিউরোটেকনোলজির জগতে এক যুগান্তকারী আবিষ্কার করলেন সুইজারল্যান্ডের ইপিএফএল (EPFL) এর বিজ্ঞানীরা। তারা এমন এক ছোট্ট ব্রেন-ইমপ্লান্ট তৈরি করেছেন, যেটি মানুষের চিন্তাকে সরাসরি পাঠ্য রূপে রূপান্তর করতে পারে ৯১% নিখুঁতভাবে।

এই নতুন প্রযুক্তির নাম দেওয়া হয়েছে মিনি ব্রেন-মেশিন ইন্টারফেস বা সংক্ষেপে MiBMI। এটি এতটাই ছোট যে একটি আঙুলের নখের থেকেও ছোট চিপে স্থাপন করা যায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এটি চালাতে এক মিলিওয়াটেরও কম বিদ্যুৎ প্রয়োজন।

এই ইমপ্লান্ট মস্তিষ্কে কল্পিত হাতের লেখার সময় সৃষ্ট নির্দিষ্ট স্নায়বিক সংকেত শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তা পাঠ্য আকারে রূপান্তর করতে পারে। ফলে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য এটি হতে পারে একটি অত্যন্ত শক্তিশালী যোগাযোগের মাধ্যম।

 

MiBMI-তে ব্যবহৃত হয়েছে বিশেষ ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি এবং এক নতুন সংকেত বিশ্লেষণ পদ্ধতি, যা মস্তিষ্কের জটিল সংকেতগুলো সহজে বুঝতে পারে। বর্তমানে এটি ৩১টি অক্ষর শনাক্ত করতে পারে, তবে ভবিষ্যতে তা ১০০ অক্ষর পর্যন্ত বাড়ানো সম্ভব বলে গবেষকেরা জানিয়েছেন।

 

শুধু লেখার সংকেত নয়, MiBMI এমনকি নড়াচড়া বা শব্দের সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্ক সংকেতও বুঝতে পারে। তাই গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে এটি মৃগী, বাক-দোষসহ নানা স্নায়বিক সমস্যার চিকিৎসায়ও ব্যবহার করা যাবে।

এই আবিষ্কার সত্যিই এক নতুন যুগের সূচনা করতে পারে— যেখানে শুধু চিন্তা করলেই লেখা সম্ভব হবে, কোনো কীবোর্ড বা কলম ছাড়াই।

সূত্র: IEEE Explore