Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শেষ হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন শুরু হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির। অস্ত্রোপচার শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপারেশন অনেক ভালো হয়েছে, ওনার (জামায়াত আমির) ৩টা বাইপাস করার কথা ছিল, আমরা ৪টা করেছি।

ডা. জাহাঙ্গীর কবির আরও জানান, জামায়াত আমিরকে দুই থেকে তিন দিন আইসিইউতে থাকতে হবে। এরপর বেডে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন চিকিৎসকেরা বড় কোনো জটিলতা না পেলেও ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখেছিলেন।

পরবর্তীতে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন দলের পক্ষ থেকে।

এদিকে, জামায়াত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।