Image description
 

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গোপন নথি পাচারের চেষ্টার অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় এসবিইউ (সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেইন)।

এসবিইউ জানিয়েছে, আটক দুই চীনা নাগরিক ইউক্রেনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম আরকে-৩৬০এমসি ‘নেপচুন’–সংক্রান্ত গোপন নথি পাচারের চেষ্টা করছিলেন। এই নেপচুন সিস্টেম দিয়েই ২০২২ সালে কৃষ্ণসাগরে রাশিয়ার প্রধান যুদ্ধজাহাজ ‘মস্কভা’ ডুবিয়ে দেয় ইউক্রেনীয় বাহিনী।

এসবিইউর তদন্ত অনুযায়ী, আটক দুই ব্যক্তির একজন ইউক্রেনের একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যাকে ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। আরেকজন তার পিতা, যিনি চীনে স্থায়ীভাবে বসবাস করলেও নিয়মিত ইউক্রেন সফর করতেন ছেলের গুপ্তচর তৎপরতা তদারক করতে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ওই সাবেক শিক্ষার্থী ইউক্রেনের একজন অস্ত্র প্রকৌশলীকে গুপ্তচর হিসেবে নিয়োগের চেষ্টা করেন। তল্লাশির সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

এসবিইউ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে আটককৃতদের ১৫ বছরের কারাদণ্ডসহ সম্পত্তি বাজেয়াপ্ত করার সাজা হতে পারে।এ বিষয়ে এখনো চীনা কর্তৃপক্ষ কোনো মন্তব্য দেয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের সামরিক কৌশল ও প্রযুক্তি বহিঃবিশ্বের নজর কেড়েছে। ফলে এরকম জাসূসি বা তথ্য পাচারের ঘটনা আন্তর্জাতিকভাবে আরও উদ্বেগ বাড়াবে।