
রাজস্থানের চুরু জেলার ভানোরদা গ্রামে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটদের নাম স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু (৩১) এবং ফ্লাইট লেফটেন্যান্ট ঋষিরাজ সিং (২৩)। স্কোয়াড্রন লিডার সিধু হরিয়ানার রোহতকের বাসিন্দা ছিলেন, আর ফ্লাইট লেফটেন্যান্ট সিং ছিলেন রাজস্থানের পালি জেলার।
বুধবার (৯ জুলাই) দুপুরে প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন ছিল এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ রাজস্থানের চুরু জেলার কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। উভয় পাইলটই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের পাশে রয়েছি।’
প্রসঙ্গত, এটি চলতি বছরে তৃতীয় জাগুয়ার বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়।
ভারতীয় বিমানবাহিনী ১৯৭৯ সালে জাগুয়ার বিমান বহরে যুক্ত করে। ফ্রান্সের ব্রেগুয়েট ও যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমান ভারত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মাধ্যমে দেশে উৎপাদন করে আসছে। বর্তমানে ভারত প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান ব্যবহার করছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত।
তবে একাধিক দুর্ঘটনার পর জাগুয়ার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ববর্তী দুর্ঘটনাগুলোর তদন্তে ইঞ্জিন বিকলের কথা উঠে এসেছে। একসময় ব্রিটেন, ফ্রান্স, নাইজেরিয়া ও ওমান এই বিমান ব্যবহার করলেও তারা অনেক আগেই এটি প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু ভারতে এখনও এই পুরনো মডেলের বিমানগুলো ব্যবহার করা হচ্ছে, কারণ তেজস এমকে-২, রাফাল ও অন্যান্য মাল্টি-রোল ফাইটার বিমানের সরবরাহে বিলম্ব হয়েছে।
সূত্র: এনডিটিভি।