Image description
 

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সৈন্যদের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এক-দুই দিন নয়, কয়েক সপ্তাহ ধরে এ ধরনের ঘৃণ্য কাজ হয়ে আসছিল। বিষয়টি ফাঁস হলে ৭ সিনিয়র সেনাকে আটক করেছে ঊর্ধ্বতন ইউনিট। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটে কর্মরত সাতজন সৈন্যকে মঙ্গলবার রাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইউনিটের নবীন সৈন্যদের ওপর র‌্যাগিং, যৌন নির্যাতন, পায়ুকামসহ আরও ভয়ানক সব কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

আইডিএফ জানিয়েছে, ১৩৬তম এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের মধ্যে অভিষেক অনুষ্ঠানের সময় সিনিয়র সৈন্যদের দ্বারা নবীনদের ওপর নির্যাতন চালানো হয়। গুরুতর কার্যকলাপের খবর পেয়ে মিলিটারি পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা অ্যারো ২ এবং ৩ পরিচালনা করে।

 

এই ঘটনাগুলো কয়েক সপ্তাহ ধরে ইউনিটের প্রায় ১০ জন নতুন সৈন্যের ওপর সংঘটিত হয়। ভুক্তভোগীদের সঙ্গে পায়ুপথে সংগমের অভিযোগও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে, সিনিয়রদের সৈন্যদের বিরুদ্ধে নির্যাতন, সহিংসতা, হুমকি এবং যৌন অপরাধের প্রমাণ মিলেছে।

 
 

আইডিএফ বলেছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে নেওয়া পদক্ষেপগুলোর ওপর মন্তব্য করা সম্ভব নয়। আইডিএফ সন্দেহগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করতে কাজ করছে। আইডিএফ যেকোনো ধরনের সহিংসতাকে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং এই ধরনের বা অন্যান্য ধরনের র‌্যাগিংয়ের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করে।