Image description
 

মেক্সিকো উপসাগরের (ইংরেজিতে গাল্ফ অব মেক্সিকো) নাম পরিবর্তন করে ‘গাল্ফ অব আমেরিকা’ করতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে।  অনেকগুলো অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম আমেরিকা উপসাগর।’

 প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা আরও বলেন, ‘সঠিক সময়ে’ তার সরকার মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য পদক্ষেপ নেবে। 

 প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে মেক্সিকো দিয়ে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু বেড়া নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। প্রতিবেশী দেশটিকে আবারও নিশানা করে তিনি বলেন, ‘এটা (মেক্সিকো) একটা বিপজ্জনক দেশ।’

 

 এর আগে সম্প্রতি ট্রাম্প পানামা খাল দখল করার ইচ্ছা প্রকাশ করেন। শুধু তাই নয়, এরপর কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দেন তিনি। এমনকি এর জন্য শক্তি প্রয়োগও করতে হয়, সেটাও করবেন। 

 গত মাসে প্রথমে তিনি কানাডার কর্মকর্তাদের জানান, যুক্তরাষ্ট্র তাদের উত্তরাঞ্চলীয় প্রতিবেশীকে ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করে নিতে পারে।

 এরপর তিনি পানামা খালের দখল ফিরিয়ে নেয়ারও হুমকি দেন।  এরপর জানান গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছার কথা।  যুক্তরাষ্ট্র এই খাল তৈরি করলেও প্রায় ২৫ বছর ধরে এর নিয়ন্ত্রণ মধ্য আমেরিকার দেশ পানামার হাতেই।