Image description
 

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি শেষের দিকে। নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানায়নি ইসরাইল ও হামাস।  তবে যুদ্ধবিরতি কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত কমিটির নেতৃত্বদানকারী মার্কিন সামরিক জেনারেল ও ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল গুইলাম মঙ্গলবার লেবানন সফর করেছেন। এ সময় দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননে দেশটির এক সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন।বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।বৈরুতে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফার্স এবং ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল গুইলাম পনচিন লেবানন সশস্ত্র বাহিনীর ৫ম ব্রিগেড সদর দপ্তর পরিদর্শন করেছেন, যা নাকোরা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। যুদ্ধবিরতির অংশ হিসাবে ইসরাইল যে দুটি শহর থেকে সেন প্রত্যাহার করেছে, এটি তার একটি।  

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবানন সশস্ত্র বাহিনী অবিলম্বে রাস্তা পরিষ্কার, অননুমোদিত অস্ত্র অপসারণ এবং লেবাননের জনগণের জন্য নিরাপত্তা প্রদানের জন্য এলাকায় সেনা মোতায়েন করেছে।স্টেট ডিপার্টমেন্টের রিডআউট জানিয়েছে, জেফার্স এবং পনচিন অবৈধ অস্ত্রের মজুদ পরিদর্শন করেছেন, যা আগামী দিনে ধ্বংস করা হবে। এসব অস্ত্র অননুমোদিত সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে জব্দ করেছে লেবানন সশস্ত্র বাহিনী।এসময় মার্কিন জেনারেল জেফার্স ইসরাইলের ছেড়ে যাওয়া শহরে লেবানন সশস্ত্র বাহিনীর পুনর্গঠনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। লেবাননের জনগণকে সুরক্ষিত করা, অবৈধ সশস্ত্র হুমকি মোকাবিলায় দেশটির সামরিক বাহিনীর সামর্থ্য রয়েছে বলে জানান তিনি।লেবাননের একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই চলার পর উত্তেজনা কমানোর চেষ্টায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত ২৬ নভেম্বর ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি সই হয়।  চলতি মাসের ২৬ জানুয়ারি এই যুদ্ধবিরতি সমাপ্ত হতে পারে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত ইসরাইল দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহরের মধ্যে মাত্র দুটি জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে এবং দেশটিতে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়ে যাচ্ছে।