
ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে, যেখানে ট্রাম্প বলেছিলেন যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ভিত্তিহীন ও মার্কিন ব্যর্থতা আড়াল করার একটি প্রচেষ্টা বলে উল্লেখ করেছে।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, "আমাদের পক্ষ থেকে কোনো বৈঠকের অনুরোধ মার্কিনিদের কাছে পাঠানো হয়নি।"
তিনি আরও বলেন, ট্রাম্পের মন্তব্য ওয়াশিংটনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারানোর ইঙ্গিত দেয় এবং এটি একটি ‘নিরাশার বহিঃপ্রকাশ’ মাত্র।
এর আগে সোমবার, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প দাবি করেন যে, “আমরা ইরানের সঙ্গে আলোচনার একটি তারিখ ঠিক করেছি, তারা আলোচনা করতে চায়, তারা শান্তি চায়।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি নাকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) একটি টার্গেট সাইট ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে।
“আমি আশা করি ইসরায়েল-ইরান যুদ্ধ শেষ হয়েছে। আমরা ইরানের সঙ্গে বৈঠক করব এবং দেখব কী ঘটে,”—ট্রাম্প বলেন।
এই প্রসঙ্গে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দাবি করেছেন যে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক খুব শিগগিরই হতে যাচ্ছে এবং এটি আগামী সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।
তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের পক্ষ থেকে কোনো আলোচনার আগ্রহ বা অনুরোধ নেই। তারা মার্কিন প্রশাসনের এসব দাবি ও কথাবার্তাকে ভিত্তিহীন রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছে।
সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি