Image description
 

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অন্তত ৪৩ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে স্বীকার করেছে দেশটির সামরিক সূত্র। যুদ্ধের মানসিক যন্ত্রণা এবং পিটিএসডি-তে (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) ভুগে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত বছরের ৭ অক্টোবর, আল-আকসা স্টর্ম অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার হার বাড়তে থাকে। সর্বশেষ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ২৪ বছর বয়সী সেনা ড্যানিয়েল এডরি-র ক্ষেত্রে, যিনি লেবানন ও গাজা সীমান্ত থেকে নিহত সেনাদের মৃতদেহ পরিবহনের দায়িত্বে ছিলেন। মানসিক ট্রমার কারণেই তিনি আত্মহত্যা করেন বলে জানানো হয়েছে।

মানসিক রোগীদের নিয়েই যুদ্ধের মাঠে সেনাবাহিনী

 

ইসরায়েলি দৈনিক হারেটজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, জনবল সংকটের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে মানসিক রোগে আক্রান্ত রিজার্ভ সেনাদের গাজায় পাঠাচ্ছে। এক সামরিক কমান্ডার বলেন, ‘আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদেরও যুদ্ধে নামাতে হচ্ছে।’

 

তিনি আরও জানান, হাজার হাজার রিজার্ভ সেনা গাজা যুদ্ধে অংশ নিয়ে চরম মানসিক অবসাদ ও বিকারগ্রস্ততায় ভুগছেন।

৯ হাজার সেনা মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবরের পর থেকে ৯,০০০ ইসরায়েলি সেনা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছেন।

তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অনেক সেনার মরদেহ সামরিক সম্মান ছাড়াই দাফন করা হচ্ছে।

এক সেনা জানিয়েছেন, তাদের সামনে কমান্ডাররা এখন দুইটি বিকল্প রাখছেন— আত্মহত্যা বা পালিয়ে যাওয়া।

মানসিক সংকট ঠেকাতে নিয়োগ ৮০০ মনোরোগ বিশেষজ্ঞ

ইসরায়েলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কান ১১ জানায়, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীতে ৮০০ মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে এবং মনোসামাজিক কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা নিউজ জানায়, ইসরায়েলি সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেছেন,

‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাদের খান ইউনিস ও জেনিনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, অথচ হারেদি (অর্থোডক্স ইহুদি) ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানে বাধা দিচ্ছেন।’

ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান অভিগদোর লিবারম্যান বলেন, ‘গত কয়েক মাসে যারা নিহত হয়েছেন, তারা মূলত ক্ষমতাসীন জোট রক্ষার বলি।’ তিনি আরও বলেন, ‘সরকার বন্দিবিনিময় চুক্তি আটকে দিচ্ছে।’

 

সূত্র: ইরনা নিউজ।