
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বারবার হতাহতের কথা অস্বীকার করার পর, অবশেষে রাফাল যুদ্ধবিমানের পাইলটসহ বেশ কয়েকজনের মৃত্যুর কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে একথা জানায় জিও নিউজ।
ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। অভ্যন্তরীণ চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
এদিকে রোববার পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানায় কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও, ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী।
প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়।
সামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও, সরকার তা অস্বীকার করে চলেছে।
ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।