Image description
প্রতীকী ছবি

জন্মের মাত্র দু’বছরের মধ্যেই বাবা ও মা আলাদা হয়ে গিয়েছিলেন। বাবার স্নেহ-ভালবাসা থেকে ছোট থেকেই বঞ্চিত ছিলেন তরুণী। প্রায় ২৩ বছর বিচ্ছিন্ন থাকার পর পুনর্মিলন ঘটল ওই বাবা ও মেয়ের। সৌজন্যে সামাজিক যোগাযোগমাধ্যম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তরুণীর বয়স বর্তমানে ২৫ বছর পর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ব্যবহার করেন। কিছু দিন আগে সেখানে তার বাবার সন্ধান চেয়ে একটি পোস্ট করেন তরুণী। সেই পোস্ট ছড়িয়ে পড়ার পর যা ঘটল তা কোনও সিনেমার গল্পের থেকে কম নয়। অনলাইনের জাদুকাঠিতে মিলন হল পিতা-কন্যার।

বাবাকে খুঁজে পাওয়ার জন্য রেডিটের সেই পোস্টে তরুণী জানিয়েছিলেন, ১৯৯৮ সালে ভারতের বেঙ্গালুরুর ‘পূর্ণিমা ট্রাভেলসে’ কাজ করতেন তার বাবা। 

সেই আবেগঘন রেডিট পোস্টে তরুণী লেখেন, তার বাবা মূলত কেরালার বাসিন্দা ছিলেন এবং এখন তার বয়স প্রায় ৪৫ থেকে ৫০ বছর হবে। শৈশবেই তার বাবার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 

তিনি লেখেন, আমার মাত্র দুই বছর বয়সে বাবা-মা আলাদা হয়ে যান এবং আমি কখনও তাকে জানার সুযোগ পাইনি।

সেই পোস্ট পড়ে প্রতিক্রিয়ার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তাকে তার বাবার সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

কয়েক দিন পর সেই অপেক্ষার অবসান ঘটে। রেডিট ব্যবহারকারী ওই তরুণী আরেকটি পোস্ট করে জানিয়েছেন, বাবার সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ হয়েছে। ফোনে কন্যার কণ্ঠ শুনে কেঁদে ফেলেছেন প্রৌঢ় বাবা, এমনটাই লিখেছেন রেডিট ব্যবহারকারী তরুণী। 

পরিবারের সঙ্গে বিচ্ছেদ ঘটার পর তরুণীর বাবা আর বিয়ে করেননি। বর্তমানে তিনি চেন্নাইয়ে কর্মরত এবং গত চার বছরের মধ্যে তার বাবা কেরালা আসেননি বলে জানিয়েছেন পোস্টদাতা তরুণী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস