
চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তাপ না কমতেই এবার নতুন শুল্ক নীতি আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাব অনুযায়ী, যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের পণ্যের ওপর আরোপ করা হবে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক।
যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদনের অপেক্ষায় থাকা এই বিলটি কার্যকর হলে ভারতের অর্থনীতি ও রপ্তানিশিল্প বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রিপাবলিকান সিনেটর লিন্সে গ্রাহাম জানান, “যদি আপনি রাশিয়া থেকে পণ্য কিনে থাকেন, অথচ ইউক্রেনকে সমর্থন না করেন, তাহলে আপনার পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক বসানো হবে।”
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সর্বোচ্চ ৬৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অপরিশোধিত তেল, সার, কয়লা আমদানি ও ভারতের ওষুধ ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানাই এই বাণিজ্যের মূল ভিত্তি।
অন্যদিকে, ২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রে ৭৭.৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য খাত—টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, রত্ন ও গহনা, এবং অটোমোবাইল যন্ত্রাংশ।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই কঠোর অবস্থান ভারতের জন্য এক জটিল সমীকরণ তৈরি করেছে। কারণ একদিকে রয়েছে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানিনির্ভর সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বড় রপ্তানি বাজার।
আগামী আগস্টে বিলটি সিনেটে পেশ হওয়ার কথা রয়েছে। অনুমোদন পেলে তা চীন ও ভারতের ওপর বড় কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে।