
২৩ বছর পর পটুয়াখালী বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
গতকাল (২ জুলাই) রাত গভীরে ভোট গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
সভাপতি পদে ৭৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান আহ্বায়ক স্নেহাংশু সরকার কুট্টি। তার প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহম্মদ বায়জিদ (পান্না মিয়া) পেয়েছেন ৪০২ ভোট। বাতিল (নষ্ট) ভোটের সংখ্যা ছিল ১০।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন পেয়েছেন ৪৭০ ভোট, যা তাকে প্রাথমিকভাবে বিজয়ী করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহম্মদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
নির্বাচন পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুল হক ফরাজী-এর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন।
তিনি জানান, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গঠনতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে।
সম্মেলনের শুরুতে সকালে পতাকা উত্তোলন ও উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু। পরে বিকেলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনস্থল শহরের জিমনেসিয়াম চত্বরে সকাল থেকেই কাউন্সিলরদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।
এই প্রথমবার বরিশাল বিভাগের কোনো জেলায় বিএনপি সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে, যা দলীয় কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জেলার রাজনীতিতে বিএনপির পুনরুজ্জীবন ঘটবে কি না—সে দিকেই এখন তাকিয়ে আছে তৃণমূল নেতাকর্মীরা।