
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেগঘন বক্তব্যে গেব্রেয়াসুস বলেন, গণহত্যা-যুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর থেকে স্থায়ী সমাধান আসবে না।
ইথিওপিয়ায় নিজের যুদ্ধকালীন স্মৃতির কথা স্মরণ করে তিনি আরও বলেন,
আমি অনুভব করতে পারছি যে গাজার মানুষ এই মুহূর্তে কেমন অনুভব করছে। আমি এর গন্ধ পাচ্ছি। আমি কল্পনা করতে পারছি। এমনকি শব্দও শুনতে পাচ্ছি। এবং এটি পিএসটিডির (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) কারণে।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘মানুষ (গাজায়) কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা কল্পনা করতে পারছেন। খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সত্যিই ভুল। চিকিৎসা সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়।’
তবে, কেবল রাজনৈতিক সমাধানই অর্থবহ শান্তি বয়ে আনতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড