Image description

পাকিস্তানে সক্রিয় দুটি সন্ত্রাসী সংগঠন ভারতের হয়ে কাজ করছে এবং এর প্রমাণ হিসেবে বেলুচিস্তানের খুজদার জেলায় একটি স্কুলবাসে বোমা হামলার সঙ্গে নয়াদিল্লির সংশ্লিষ্টতার সবধরনের তথ্য-উপাত্ত হাজির করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমন কথা বলেছেন।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার (২১ মে) খুজদার ক্যান্টনমেন্ট অভিমুখে আসতে থাকা একটি স্কুলবাস কোয়েটা-করাচি হাইওয়ের খুজদার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছানোর পর এতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় তিন শিশুসহ মোট ছয়জন নিহত হয় ও আহত হয় আরও ৪০ জনেরও বেশি লোক। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কোয়েটায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল সেখানে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের গ্রেপ্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, তাদের কাছে প্রমাণ আছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের হয়ে কাজ করছে। ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আমরা তুলে ধরবো। আমরা যে দাবি করেছি তার সমর্থনে তথ্যপ্রমাণ হাজির করবো।

তিনি আরও বলেন, বিএলএ ও ভারতের মধ্যে সম্পর্কের কথা সবাই জানে। এর আগে আমাদের প্রতি ভারতের তোলা অভিযোগের কোনো সত্যতা ছিল না, কিন্তু বিএলএ ভারতের পক্ষ হয়ে সংঘাতে জড়িয়ে আছে।