
ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পৌর মেয়রদের সাফল্যের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেই সঙ্গে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, মেয়রদের উচিত জনগণের অধিকার রক্ষা করা। কারণ এই পদটি জনগণের পক্ষ থেকে একটি আমানত।
মঙ্গলবার (২০ মে) কান্দাহারে পৌর কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ ও সংস্কার কর্মশালায় এসব কথা বলেন তিনি। এই কর্মশালায় কাবুলের মেয়রও উপস্থিত ছিলেন।
মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা পৌর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “পৌরসভার তহবিল জনগণের অর্থ এবং প্রাপ্য, যা জনকল্যাণের জন্য আপনাদের কাছে আমানত হিসেবে রাখা হয়েছে। তাই, জনগণের মঙ্গলের জন্য এই সম্পদ বরাদ্দ করা অপরিহার্য।”
এছাড়াও, তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন যেন তারা নাগরিকদের প্রতি সদয় আচরণ করেন, জোর-জবরদস্তি ছাড়াই সহায়তা প্রদান করেন এবং জনগণের উপর অযাচিত বোঝা চাপানো থেকে বিরত থাকেন।
উল্লেখ্য, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা তার বক্তৃতায় সব সময় কর্মকর্তাদের জনগণের সাথে শ্রদ্ধার সাথে আচরণ করতে এবং তাদের মিত্র ও সমর্থক হিসাবে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।
সূত্র: হুরিয়াত রেডিও