Image description

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। তিনি শরনার্থী আইনের আওতায় লন্ডনে রয়েছেন। নিরাপত্তার কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেনি। এ সময় খলিলুর রহমানের পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

গত কয়েকদিন টানা আন্দোলনের পর আজ বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে যে রায় দিয়েছেন হাইকোর্ট তাতে সন্তুষ্টির কথা জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে।

মানবিক করিডর প্রসঙ্গে রিজভী বলেন, করিডর নিয়ে সরকারের একেক জন একেক রকম বক্তব্য দিচ্ছে। তাতে মনে হচ্ছে সরকার পথ হারিয়ে ফেলেছে। এ সময় কিছু উপদেষ্টা নিরপেক্ষতার চেয়ে অন্য কোনও উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, বুধবার নিজের নাগরিকত্বের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমার জাতীয়তা নিয়ে আলোচনা চলছে। আমার একটাই জাতীয়তা, আমি বাংলাদেশি। আমার আমেরিকান পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই। আমি আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার কারণে যদি আমাকে বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তো তারেক রহমানকেও এমন কথা বলবে। আমি আবেদন করব একটু বুঝে কথা বলবেন। যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে।’