Image description

পাকিস্তানের বালোচিস্তানে শিক্ষার্থী বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহত। বুধবার (২১ মে) সকালে প্রদেশটির খুজদার জেলায় এ ঘটনা ঘটে। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী রাষ্ট্র ভারত কর্তৃক পরিকল্পিতভাবে তার ভাড়াটেদের মাধ্যমে বালোচিস্তানে এ হামলা ঘটিয়েছে। এটা কাপুরুষোচিত এবং নৃশংস একটি হামলা।যেখানে নিরীহ স্কুলগামী শিশুদের বাসকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।’

প্রাথমিক তথ্যমতে, তিন শিশুসহ এবং দুইজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। এছাড়া বহু শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

আইএসপিআর আরও জানায়, ‘যুদ্ধক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়ে, ভারত তার দোসরদের মাধ্যমে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অশান্তি ছড়াতে এ ধরনের জঘন্য ও কাপুরুষোচিত কাজ করছে।’

বিবৃতিতে বলা হয়, ‘ভারত রাষ্ট্র তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করছে, যার মাধ্যমে নিরীহ শিশু ও বেসামরিকদের মতো সহজ লক্ষ্যবস্তুদের ওপর হামলা চালানো হচ্ছে।’

আইএসপিআর বলে, ‘ভারতের রাজনৈতিক সরকার কর্তৃক সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা ঘৃণ্য একটি কাজ। এটি তাদের নৈতিক অধঃপতন ও মানবিক মানদণ্ডের প্রতি অবজ্ঞার প্রতিফলন।’