
দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন। ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানকে চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।
মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বার্তা দেন ওয়াং। বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু’ এবং ‘সব ধরনের পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত সহযোগিতা’ আরও জোরদার করা হবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেও সংলাপ এবং শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় চীন। এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য চীনকে ধন্যবাদ জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর দ্বিতীয় ধাপ এবং দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির (CPC) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সাথেও বৈঠক করেন। দুই নেতা রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত হন।
লিউ বলেন, চীন সব সময় পাকিস্তানকে ‘সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগী’ হিসেবে দেখে থাকে এবং এই সম্পর্ক সবসময় চীনের জন্য অগ্রাধিকার পাবে।
উল্লেখ্য, এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ এবং পেহেলগাম হামলার রেশ এখনো কাটেনি। যুদ্ধবিরতি সত্ত্বেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিকভাবে পাশে এসে দাঁড়াল এশীয় পরাশক্তি চীন।