
ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে। চিকিৎসা সূত্রে জানা গেছে, রাত ১২টার পর থেকে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি বিমান হামলায় মুসা বিন নুসাইর স্কুলে ১২ জন প্রাণ হারান। এ বিদ্যালয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। নুসাইরাত শরণার্থী শিবিরে মারা গেছে আরও ১৫ জন, আর দেইর আল-বালাহ এলাকায় নিহত হয়েছে ১২ জন।
এর আগে নুসাইরাতেই জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়, যাদের মধ্যে একজন নারী ও একজন কন্যাশিশু ছিল। আহত হয়েছে আরও ১৮ জন, যাদের অধিকাংশই শিশু।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ও শরণার্থী শিবিরে বারবার এমন হামলায় বেসামরিক লোকজনই নিহত হচ্ছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরো গাজার ২৩ লাখ জনসংখ্যা।