
পাকিস্তানের সামরিক বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতের যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত এবং কঠিনভাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পাকিস্তান ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না।”
তিনি বলেন, “ভারত যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তান আফগানিস্তান নয়। ভারত ইসরায়েল নয়, আর পাকিস্তান ফিলিস্তিন নয়। পাকিস্তানকে কখনোই দমিয়ে রাখা যাবে না।”সম্প্রতি সিন্ধু নদের পানি চুক্তি বাতিল এবং নিয়ন্ত্রণ রেখা ও অভ্যন্তরীণ পাকিস্তানে ভারতের ক্রমাগত হামলার জেরে উত্তেজনা চরমে ওঠে। ৬-১০ মে পর্যন্ত চলা পাল্টা হামলায় পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান-উন-মারসুস, যেখানে ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হানা হয়। মার্কিন মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হয়।
জেনারেল চৌধুরী জানান, অভিযানে ভারত ছয়টি যুদ্ধবিমান হারিয়েছে—এর মধ্যে রাফাল, মিরাজ ২০০০ এবং একটি রুশ তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, “আমরা শুধু তাদের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। চাইলে আরও করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি।”ভারতের সংখ্যালঘু মুসলিম ও শিখদের ওপর দমননীতিকে দায়ী করে তিনি বলেন, “এই ধরনের নীতিই ভারতের ভেতরে উগ্রতা ও অস্থিরতা বাড়াচ্ছে।”