Image description

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে কাশ্মিরসহ বিতর্কিত বিষয়গুলোর নিষ্পত্তি ও উগ্রবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য একটি বিস্তৃত সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন। একইসাথে তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন, প্রতিবেশী দেশ দু’টি অতীতেও তিনটি যুদ্ধ করেছে এবং যুদ্ধে তারা জনগণের দুর্দশা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি।

 

 

 
 

শনিবার (১৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 
 

 

 
 

শুক্রবার এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় শাহবাজ শরিফ বলেন, ‘কাশ্মির ও পানি বণ্টনের মতো বিরোধ নিষ্পত্তির পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমন নিয়ে কথা বলতে পারি। কারণ পাকিস্তান সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে ৯০ হাজার প্রাণহানি এবং ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।’

 

সম্প্রতি ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’র পাল্টা জবাব হিসেবে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ পরিচালনা করেছে পাকিস্তান। সেই অভিযানের সাফল্য উদযাপন করতে শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদে ইয়োম-ই-তাশাকুর বা ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী।

 

প্রধান অতিথির ভাষণে শেহবাজ শরিফ দাবি করেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে- তাতে জয়ী হয়েছে পাকিস্তান। তারপরেও পাকিস্তান শান্তি চায়।

 

তিনি বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি কিন্তু আমরা শান্তি চাই। আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি কিন্তু আগ্রাসনের নিন্দা করি। আমরা চাই বিশ্বের এ অঞ্চলটি কঠোর পরিশ্রম, অবিরাম প্রচেষ্টা ও শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো জীবনযাপনের মাধ্যমে অন্যান্যদের মতো সমৃদ্ধ এবং প্রগতিশীল হোক।’

 

তিনি আরো বলেন, ‘দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ লাগলে উপমহাদেশে বসবাসরত ১৬০ কোটিরও বেশি মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। যদি পারমাণবিক যুদ্ধ হয়, তার বিবরণ দেয়ার জন্যও হয়ত কেউ বেঁচে থাকবে না।’