Image description
 

পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। শুক্রবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ঋণে জর্জরিত পাকিস্তানকে দেওয়া ২.১ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ পুনর্বিবেচনা করা দরকার।

গুজরাটের ভুজে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণে রাজনাথ সিং বলেন, এই সামরিক স্থাপনাটিও পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল। ভারতের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তানকে দেওয়া যেকোনো আর্থিক সহায়তা মূলত সন্ত্রাসে অর্থায়নেরই নামান্তর। আইএমএফ-কে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের জন্য গত সপ্তাহে এক বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত অনুমোদিত হয় এই ঋণ। আইএমএফের সিদ্ধান্তটি এমন সময়ে আসে যখন প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।

ভারত এই ঋণ নিয়ে আপত্তি তোলে দুটি কারণে। প্রথমত, পাকিস্তানের সংস্কার বাস্তবায়নের অতীত রেকর্ড খারাপ হওয়ায় তারা এ ধরনের ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, ভারত আশঙ্কা প্রকাশ করে যে, এই অর্থ ‘রাষ্ট্রসমর্থিত আন্তঃদেশীয় সন্ত্রাসবাদে’ ব্যবহৃত হতে পারে। যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।