
৭ থেকে ৯ মে—মাত্র তিন দিনে ছয় জেলার সীমান্ত দিয়ে প্রায় ৩০০ মানুষকে বাংলাদেশে 'পুশ ইন' করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবাক করা বিষয় হলো, স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী এদের মধ্যে শুধু বাংলাদেশিরা নন, রোহিঙ্গা, এমনকি ভারতীয় নাগরিকও আছেন।
প্রশ্ন উঠছে—বাংলাদেশের নাগরিক বলে ভারত যেভাবে এত এত মানুষকে সীমান্তের এপারে ঠেলে দিলো, তা কতটা যুক্তিসঙ্গত? এমন একটি স্পর্শকাতর ও জটিল ইস্যুতে কেন কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? ভারত আসলে কী বার্তা দিতে চাইছে বাংলাদেশকে? আজকের স্টার এক্সপ্লেইন্সে খোঁজার চেষ্টা করব এসব প্রশ্নের জবাব।