Image description

হোয়াইট হাউসে দিনের পর দিন মার্কিন ফার্স্ট লেডিদের দীর্ঘদিন ধরে ব্যবহৃত বাসভবনের একটি কোণায় আলো জ্বলে না। কারণ, যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে থাকেন না। মাঝে মাঝে তাকে খুব অল্প সময়ের জন্য একটি-দুটি সরকারি অনুষ্ঠানে দেখা গেলেও, বেশির ভাগ সময় তিনি দৃষ্টির আড়ালে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার অথবা ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে অবস্থান করেন।

 

মার্কিন ফার্স্ট লেডির দীর্ঘ অনুপস্থিতি হোয়াইট হাউসের সবচেয়ে সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তারা দাবি করেন, তিনি হোয়াইট হাউসে জনসাধারণের জানার চেয়ে বেশি সময় থাকেন, তবে ঠিক কখন এবং কত সময়ের জন্য তা তারা নিশ্চিতভাবে বলতে পারেন না।

 

মিসেস ট্রাম্পের সময়সূচি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, তার স্বামীর শপথ গ্রহণের পর থেকে তিনি হোয়াইট হাউসে ১৪ দিনেরও কম সময় কাটিয়েছেন। তবে, বৃহস্পতিবার মিসেস ট্রাম্প রাজধানীতে প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশের সম্মানে একটি ডাকটিকিট উন্মোচন করবেন এবং সামরিক মায়েদের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

 

গত বছর ট্রাম্প দম্পতি পরকীয়া, প্রেসিডেন্ট ট্রাম্পকে দু’বার হত্যা প্রচেষ্টা এবং একটি নির্বাচনী প্রচারণার জন্য প্রকাশ্য বিচারের মুখোমুখি হন। তাদের গতিবিধি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তি জানান, একজন পর্ন তারকাকে গোপনে অর্থ প্রদানের মামলাটি এই দম্পতির জন্য একটি বিশেষ চ্যালেঞ্জিং মুহূর্ত তৈরি করেছিল। এরপর থেকেই মেলানিয়া ট্রাম্প লোয়ার ম্যানহাটনের আদালত এবং পরবর্তী সপ্তাহগুলিতে ট্রাম্পের প্রচারণা থেকে অনেকটা দূরে অবস্থান করেন।

 

ট্রাম্প দম্পতিকে জাতীয় রাজনৈতিক জীবনে বহুদিন একসঙ্গে দেখা যায় না। তবে তারা দু’জনেই নিজেদের ভুবনে ব্যস্ত। জানুয়ারিতে, মিসেস ট্রাম্প তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি টোকেন চালু করেছেন। তিনি তার স্বামীর দ্বিতীয় অভিষেকের আগের দিন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আপনি এখন $Melania কিনতে পারেন।’ এরপর তিনি প্রথম ফার্স্ট লেডি হিসেবে আমাজনের সঙ্গে প্রায় ৪ কোটি ডলারের একটি চুক্তি করেন, যা তার ফার্স্ট লেডি জীবনের ‘পর্দার আড়ালে’ নামক একটি তথ্যচিত্র নির্মাণের জন্য।

 

মেলানিয়া ট্রাম্পের মা জানুয়ারিতে মারা যাওয়ার পর ইদানিং তিনি তার বাবার সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন। তার ছেলে ব্যারন ট্রাম্পের বয়স এখন ১৯ বছর। ব্যারন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তার প্রথম বর্ষ শেষ করছেন এবং ক্রমে স্বনির্ভর হয়ে উঠছেন। তবুও, মিসেস ট্রাম্প সচেতন মায়ের ভূমিকা পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।

 

এদিকে, পরবর্তী সপ্তাহে যখন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ সফরে যাবেন, তখন ফার্স্ট লেডি তার সঙ্গে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ট্রাম্পের সঙ্গে ভ্যাটিকান সিটিতে গিয়েছিলেন। সেখান থেকে শনিবার বিকেলে তারা নিউয়ার্কে ফিরে আসেন। ওই দিন ছিল মেলানিয়া ট্রাম্পের ৫৫তম জন্মদিন। তবে, মেলানিয়া এবং ট্রাম্প ভিন্ন ভিন্ন গাড়িতে উঠে নিজেদের আলাদা পথে চলে যান।