
গাজায় ত্রাণ বিতরণ শুরুর নতুন উদ্যোগের জন্য ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি সম্পর্কে অবগত এক সিনিয়র কর্মকর্তা শুক্রবার (৯ মে) টাইমস অব ইসরাইলকে এ তথ্য জানিয়েছেন।
আরব আমিরাতের প্রত্যাখান এই উদ্যোগের জন্য একটি বড় ধরনের ধাক্কা, যা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। কেননা ইসরাইল আশা করেছিল, আমিরাতের সমর্থন অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে এটি অনুসরণ করতে রাজি করাতে সাহায্য করবে।
ইসরাইলি কর্মকর্তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সাম্প্রতিক প্রতিষ্ঠায় জড়িত। এর মাধ্যমে গাজায় ত্রাণ সহায়তা পুনরায় শুরুর ব্যবস্থা এমনভাবে পরিচালিত করতে চায় যাতে হামাসা থাকবে না।
কিন্তু সম্ভাব্য দাতাদের কাছে প্রদত্ত জিএইচএফ’র স্মারকলিপিতে বলা হয়েছে, এই উদ্যোগটি অনির্দিষ্ট প্রাথমিক পর্যায়ে গাজার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশকে খাদ্য সরবরাহ করবে।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো চলতি সপ্তাহের শুরুতে একটি বিবৃতিতে বলেছে, তারা এই উদ্যোগকে সহায়তা করবে না।
আরও বলেছে, এই উদ্যোগ মানবিক সংকট মোকাবেলায় পর্যাপ্তভাবে ব্যর্থ হয়েছে এবং ত্রাণ সহায়তাকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
ওয়ালা নিউজ সাইটের প্রতিবেদন নিশ্চিত করে ওই সিনিয়র কর্মকর্তা বলেছেন, অঞ্চলগুলিতে সরকারি কার্যক্রমের সমন্বয়কারী প্রধান মেজর জেনারেল ঘাসান আলিয়ান এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সহযোগী মোরান স্ট্যাভ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রিম আল হাশিমির সঙ্গে সাক্ষাতের জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
আবুধাবি ইসরাইলের এই পরিকল্পনা সমর্থন করবেন বলেও আশা করেন তিনি।
হাশিমি ইসরাইলি কর্মকর্তাদের বলেন, সংযুক্ত আরব আমিরাত এই ধরনের আর্থিক সহায়তা প্রদান করবে না। কারণ জিএইচএফ উদ্যোগ মানবিক সংকটের যথাযথভাবে সমাধান করে না।