Image description

পাকিস্তান বিমান বাহিনীর হাতে ফরাসি-নির্মিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ভারতকে ব্যঙ্গ করে তৈরি করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চায়না কন্টেন্ট নির্মাতাদের তৈরি ভিডিওটি ব্যাপক নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
টিকটকে ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারজন চায়না কন্টেন্ট নির্মাতা ভারতীয় স্টাইলের পোশাক পরে একটি প্যারোডি গানে নাচছেন। সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় রাফাল যুদ্ধবিমান সফলভাবে গুলি করে ভূপাতিত করার ঘটনায় এই কন্টেন্টটিতে মূলত ভারতকে ব্যঙ্গ করা হয়েছে।
পাকিস্তান এখন পর্যন্ত ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, পাকিস্তান এখন পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানিয়েছে, “৮ মে সন্ধ্যা নাগাদ পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে এবং গত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।” এতে আরও বলা হয়েছে যে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের “যথাযথ জবাব” দিচ্ছে।

এর আগে, প্রতিশোধের প্রথম ঘন্টার মধ্যেই পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা দেয়, যার মধ্যে চারটি রাফাল বিমানও রয়েছে ভারত সম্প্রতি ফ্রান্স থেকে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি কিনেছিল।ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভারতীয় মিডিয়া ক্ষয়ক্ষতির বিষয়ে মূলত নীরব ছিল। ভারতের একটি বিশিষ্ট সংবাদপত্র 'দ্য হিন্দু' প্রথমে রিপোর্ট করেছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে। কিন্তু পরে আরও বিব্রতকর পরিস্থিতি এড়াতে পত্রিকাটি ভারত সরকারের চাপের মুখে নিবন্ধটি সরিয়ে ফেলে।