
ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও মার্কিন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা পাকিস্তানের হাতে দুটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য নিশ্চিত করেছেন—এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ফরাসি প্রযুক্তিনির্ভর রাফাল জেট ধ্বংস করেছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান চীনের চতুর্থ-প্লাস জেনারেশন যুদ্ধবিমান 'JF-17 বা J-10C' ব্যবহার করে ভারতের বিমান প্রতিরক্ষা ভেঙে দিয়েছে।
“চীনা জেট থেকে ছোড়া এয়ার-টু-এয়ার মিসাইলে অন্তত দুটি রাফাল ধ্বংস হয়,” — বলেছে রয়টার্স মার্কিন সূত্র উদ্ধৃত করে।
এই ঘটনায় সামরিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা যুদ্ধবিমানের বিরুদ্ধে চীনা প্রযুক্তির এই ‘সফলতা’ প্রতিরক্ষা বাজারে এক নতুন বার্তা দিচ্ছে।
রয়টার্স জানিয়েছে, ভারতের ‘অপারেশন সিদুর’ চলাকালীন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এই পাল্টা হামলা চালায়। এর আগে সিএনএন-ও ফরাসি গোয়েন্দাদের বরাত দিয়ে রাফাল ধ্বংসের খবর দিয়েছিল।
তবে এবার যুক্তরাষ্ট্রেরই দুই কর্মকর্তার সরাসরি মন্তব্যের মাধ্যমে খবরটি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে।
এই ঘটনার বিষয়ে ভারতীয় বিমান বাহিনী কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। দিল্লি সরকারও অপারেশন সিদুরে নিজেদের সাফল্য নিয়ে প্রচার চালালেও, যুদ্ধবিমান ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত অস্বীকার করে যাচ্ছে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, “ভারতের আরও যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতা ছিল আমাদের। শত্রুর আধুনিক রাফাল আমাদের হাতেই বিধ্বস্ত হয়েছে।”
চীনা অস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করেছে পাকিস্তান। বিশেষ করে চীনের বহুল আলোচিত ‘PL-15 বা PL-21’ মিসাইল ব্যবহারের সম্ভাবনাও গবেষণার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।