Image description

মঙ্গলবার রাতে সামরিক অভিযানের পর থেমে নেই ভারত। এ কথা জানিয়ে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বুধবার রাতেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে নগ্ন সামরিক আগ্রাসন চালিয়েছে।

তারা পাকিস্তানের বিভিন্ন স্থানে হেরাপ ড্রোন পাঠিয়েছে। তার মধ্যে ভারতীয় ১২টি ড্রোনকে পাকিস্তান নিষ্ক্রিয় করেছে। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, লাহোরের কাছে সামরিক স্থাপনাকে টার্গেট করতে সক্ষম হয় ভারতের ১৩তম ড্রোন। এতে পাকিস্তান সেনাবাহিনীর চারজন আহত হয়েছেন।  

তিনি জানান লাহোর, অ্যাটোক, গুজরানওয়ালা, চকওয়াল, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুর, মিয়ানো, ছোর এবং করাচির কাছে ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।