Image description
 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান এলাকা থেকে মঈন উলবারি নামে এক আইনজীবীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে তারা পুলিশে খবর দেন। পরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে বাড়িটি সিলগালা করে এবং আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সিআইডি টিম এসে মরদেহটি উদ্ধার করে।

 

নিহত মঈন উল বারি ঢাকায় ট্যাক্স আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন। তবে গত সাড়ে চার বছর আগে তিনি নিজ এলাকায় ফিরে এসে একাই বসবাস করছিলেন। ]

 

পারিবারিক সূত্র জানায়, তার স্ত্রী ও মেয়ে ঢাকায় থাকেন এবং তার স্ত্রী বহু আগেই তাকে ডিভোর্স দেন। একাকী জীবনযাপন করছিলেন তিনি।

 

তার বোন শামিমা নাজনিন জানান, গত কয়েকদিন ধরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে এলাকাবাসীর মাধ্যমে মৃত্যুর খবর পান।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারদিন আগে তার মৃত্যু হয়েছে।

 

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।