
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে গাজা, সিরিয়া, রাশিয়া-ইউক্রেনসহ বিভিন্ন ইস্যুতে। সোমবার (৫ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
ফোনালাপে, একে অন্যকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান দুই নেতা। এ সময় ওয়াশিংটন সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। আলোচনায় গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেন তিনি। এ সময় উপত্যকাটিতে মানবিক সংকট দূর করতে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেয়ারও আহ্বানও জানান তিনি।
অপরদিকে, তুরস্কে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, আন্তর্জাতিক-আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এরদোগানের সাথে গঠনমূলক আলোচনা হয়েছে তার। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প।