
পুলিৎজার পুরস্কার অর্জন করলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু ত্বহা। গতকাল সোমবার, মন্তব্য প্রতিবেদন বিভাগে সম্মানজনক এই পুরস্কার পান তিনি। মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত তাঁর লেখা নিবন্ধগুলোর জন্য এই পুরস্কার পেলেন তিনি।
পুরস্কার জয়ের পর আবু ত্বহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি সম্পাদকীয় বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছি। এ অর্জন এক আশার আলো। এ থেকে জন্ম হোক এমন এক গল্প—যা বলা হবে বারবার, প্রজন্মের পর প্রজন্ম ধরে।’
অনুভূতি প্রকাশে এই বাক্যগুলো ব্যবহার করে গাজার আরেক কবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি। ওই কবির নাম রিফাত আলআরি। রিফাত ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তাঁর লেখা শেষ কবিতার নাম ছিল ‘ইফ আই মাস্ট ডাই, লেট ইট বি অ্যা টেল’। যার বাংলা করলে দাঁড়ায়—আমার যদি মরতেই হয়, তাহলে তা হোক এক উপাখ্যান।
কঠোর ভাষায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় ২০২৩ সালে আবু ত্বহাকে আটক করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। পরে, তাঁকে মিসরে মুক্তি দেওয়া হয়। সেখান থেকে পরে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রে এসে দ্য নিউ ইয়র্কারে সেই তিক্ত ও ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখতে শুরু করেন। এক নিবন্ধে তিনি লেখেন, ‘গত এক বছরে আমার স্মৃতির অনেক উপাদান যেমন—কোনো বস্তু, স্থান এমনকি বহু মানুষকে হারিয়েছি। গাজার প্রতিটি ধ্বংসস্তূপ একেকটি অ্যালবাম। যার পাতা ভর্তি শুধু মৃত মানুষের ছবি!’
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রে আবু ত্বহার বসবাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ত্বহা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকেই ইসরায়েলপন্থি বিভিন্ন গোষ্ঠী তাঁকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে ইসরায়েলবিরোধী অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ত্বহাও জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কারণে সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সেমিনার বাতিল করেছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক পডকাস্টে তিনি বলেন, ‘একবার কল্পনা করার চেষ্টা করুন—গাজার একটি স্কুল শেল্টারে পরিবারসহ আশ্রয় নিয়েছেন আপনি। চারদিকে বোমা হামলা, আপনার পরিবারকে বাঁচাতে আপনি কিছুই করতে পারছেন না। খাবার, ওষুধ এমনকি পানিটুকুও তাদের মুখে আপনি তুলে দিতে পারছেন না। তারপর যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অর্থ জোগাচ্ছে, মদদ দিচ্ছে, আপনি সেখানেই এসে বসে আছেন—ব্যাপারটি কি হৃদয়বিদারক!’
এ বছর পুলিৎজারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস—ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি। সুদানে সংঘাত নিয়ে কাজের জন্য আন্তর্জাতিক বিভাগে পুরস্কার অর্জন করেছে গণমাধ্যমটি। গত বছর নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনার তাৎক্ষণিক কাভারেজের জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। ফেন্টানিল সংকট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঘোষিত হয় পুলিৎজার পুরস্কার। এর জুরি বোর্ডে থাকেন স্বনামধন্য সাংবাদিক ও শিক্ষাবিদেরা।