Image description

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তৎপরতায় জড়িত অন্যান্য সংস্থাগুলোতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের সবচেয়ে সংবেদনশীল জাতীয় নিরাপত্তার এই সংস্থাগুলোকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) কর্মী সংখ্যা প্রায় ১,২০০ জন কমাতে চান তারা। এছাড়া অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন সিআইএতে পরিকল্পিত ছাঁটাই সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেছে। এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে। মূলত নতুন নিয়োগ কমিয়ে পদ কমানো হবে, সরাসরি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে নয়।

প্রতিবেদন সম্পর্কে জানতে সিআইএর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও গণমাধ্যমকে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ ‘প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মীবাহিনী যাতে সাড়া দিতে পারে, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।’

এই মুখপাত্র আরো বলেন, ‘এই পদক্ষেপগুলো সিআইএকে নতুন শক্তিতে উজ্জীবিত করার, উদীয়মান নেতাদের জন্য সুযোগ তৈরি করার এবং সিআইএকে নিজের লক্ষ্য পূরণের জন্য আরও ভালোভাবে অবস্থান তৈরি করার সামগ্রিক কৌশলের অংশ।’

ট্রাম্পের নিয়োগ দেওয়া র‌্যাটক্লিফ জানুয়ারিতে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তিনি এর আগে আইনপ্রণেতাদের বলেছিলেন, তাঁর নেতৃত্বে সংস্থাটি বস্তুনিষ্ঠ ও সর্বজনীন উৎস বিশ্লেষণ তৈরি করবে। তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি প্রান্ত যতই অন্ধকার বা কঠিন হোক না কেন, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করবো। প্রেসিডেন্টের নির্দেশনায় গোপন অভিযান পরিচালনা করব, যেখানে অন্য কেউ যেতে পারবে না এবং যা অন্য কেউ করতে পারবে না সেটি আমরা করবো।।’

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি অত্যন্ত গোপনীয় গোয়েন্দা পরিষেবামূলক সংস্থা। এটি বিশ্বব্যাপী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গুপ্তচরবৃত্তিতে বিশেষজ্ঞ।