Image description

বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বাজেট রূপরেখা প্রকাশ করেছেন। যেখানে ১৬৩ বিলিয়ন ডলার ব্যয় হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে। এই কাটছাঁট তার আগের সিদ্ধান্তের প্রতিফলন, যেখানে তিনি ফেডারেল কর্মীদের বরখাস্ত করেছেন এবং মার্কিন সরকারি সংস্থাগুলো ভেঙে দিয়েছেন।

প্রস্তাবিত বাজেটে আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবছরের জন্য সামরিক ব্যয়ের বাইরে পরিবেশ, শিক্ষা, বৈদেশিক সাহায্য ও স্বাস্থ্যসেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাজেট কমানোর কথা বলা হয়েছে।

ট্রাম্পের বিলিয়নিয়ার উপদেষ্টা ইলন মাস্ক এবং তথাকথিত “ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি” ইতোমধ্যেই এইসব খাতে পরিবর্তনের লক্ষ্যে পদক্ষেপ নিয়েছেন। বাজেট প্রস্তাবের মাধ্যমে সেই পরিবর্তনগুলো স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক প্রশাসনের এসব উদ্যোগ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

তবে ২ মে প্রকাশিত এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন আদালত এসব কাটছাঁটের অনেকগুলো আটকে দিয়েছে। এমনকি রিপাবলিকান আইনপ্রণেতারাও, যারা কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন, এসব বাতিল হওয়া কর্মসূচি কাটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন।