Image description

দাবানলে পুড়ছে ইসরাইল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকা। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও। কিন্তু কাজে আসছে না কোনো উদ্যোগই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা।

এদিকে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জেরুজালেমের কাছে সামরিক ঘাঁটির আশপাশের এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেক ইসরাইলি সেনা আটকা পড়েছে। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। 
 
এর মধ্যেই, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র টাইমস অব ইসরাইলকে জানিয়েছে। ইসরাইল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলেও জানা গেছে। 
 
তবে অতীতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দলগুলো ইসরাইলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। 
 
যদিও আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরাইল। 
 
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরাইলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
 
এছাড়া গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।