
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান আগে থেকে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না। তবে ভারত উসকানি দিলে শক্ত জবাব দেবে।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে তারা ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে নয়াদিল্লির সহায়তার অভিযোগ নিয়ে আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দার বলেন, পহেলগাম হামলার পর ভারতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উসকানিমূলক পরিবেশ সৃষ্টি করার ফলে গোটা অঞ্চল এখন শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আমি সরকারের এবং জাতির পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, পাকিস্তান কোনোভাবেই উত্তেজনার সূচনা করবে না। তবে, যদি ভারতের পক্ষ থেকে কোনো ধরনের উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা শক্তভাবে তার জবাব দেব।
পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে ২২ এপ্রিল ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলার পর, যেখানে ২৬ জন নিহত হয়—এদের অধিকাংশই পর্যটক ছিলেন। এটি ২০০০ সালের পর অঞ্চলটিতে বেসামরিকদের উপর সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলাগুলোর একটি। ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ (The Resistance Front) নামক সংগঠনটি প্রথমে দায় স্বীকার করলেও পরে স্পষ্টভাবে হামলার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে।
এই ঘটনার পর, কোনো প্রমাণ ছাড়াই, নয়াদিল্লি ইঙ্গিত দেয় যে পাকিস্তান হামলাকারীদের সমর্থন করেছে—যা ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।