Image description
কাশ্মীরে পর্যটকদের অবকাশযাপনের জন্য তৈরি ৪৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্বসতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে।
 
ওই হামলা থেকে বেঁচে যাওয়া পর্যটকদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামলাকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের আলাদা করে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তবে আবার কিছু পর্যটক জানিয়েছেন, হামলাকারীরা দূর থেকে গুলি করেছে। এ বিষয়টি নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে।
 
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর সেখানে গণগ্রেপ্তার ও ধ্বংসযজ্ঞ শুরু করে ভারতীয় সেনারা। এরমধ্যেই ৪৮টি রিসোর্ট অস্থায়ীভাবে বন্ধের ঘোষণা আসল।