Image description

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) মঙ্গলবার জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর হামলায় তাদের পাচ যোদ্ধা নিহত হয়েছেন। এই হামলার পর তারা ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

এসডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘দেইর এজোর প্রদেশে দুটি হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের পাঁচ যোদ্ধা নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।’

এটি ‘সংগঠিত সন্ত্রাসী হামলার ধারাবাহিকতা’ ছিল উল্লেখ করে তারা আরো বলেছে, ‘আমাদের বাহিনী গোটা এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে এবং টহল বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত অভিযান পরিচালনায় আইএসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এসডিএফ, যার ফলে ২০১৯ সালে জঙ্গিরা সিরিয়ায় তাদের শেষ ভূখণ্ডও হারায়। তবে এখনো কিছু আইএস সদস্য দুর্গম অঞ্চল থেকে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তারা সিরীয় মরুভূমিতে সক্রিয় রয়েছে।

মানবাধিকারবিষয়ক সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দামেস্ক নিয়ন্ত্রিত এলাকায় আইএস হামলার সংখ্যা কমেছে।

 
তবে এসডিএফ নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে হামলার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটি।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রাথমিক বছরগুলোতেই কুর্দিরা উত্তর-পূর্বাঞ্চলে কার্যত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। তবে এসডিএফের প্রধান মাজলুম আবদি গত মাসে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে কুর্দি প্রতিষ্ঠানগুলোকে সিরীয় রাষ্ট্রের কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে।