Image description

ভারতের সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে দিল্লি সালতানাত ও মহান মুঘল আমলের সকল বিষয়বস্তু। এর পরিবর্তে যুক্ত হয়েছে কুম্ভ মেলার গল্প।

রবিবার (২৭ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

প্রতিবেদন অনুসারে, এই পরিবর্তনগুলি নতুন জাতীয় শিক্ষানীতি (এনইপি) এবং স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো (এনসিএফএসই) ২০২৩ এর সাথে সামঞ্জস্যপূর্ণ। যা স্কুল শিক্ষায় ভারতীয় ঐতিহ্য, দর্শন, জ্ঞান ব্যবস্থা এবং স্থানীয় প্রসঙ্গকে অন্তর্ভুক্ত করার উপর জোর দিলেও প্রকৃতপক্ষে মুসলিমদের অবদানকে অস্বীকার করে।

এর আগে, কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে মুঘল সম্রাটদের কৃতিত্বের একটি দুই পৃষ্ঠার অংশ ছাঁটাই করে ভারতের জাতীয় শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পরিষদের উগ্র হিন্দুত্ববাদীরা। তবে এই প্রথম মুঘল এবং দিল্লি সুলতান সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে, পাঠক্রমে যুক্ত হয়েছে ভারতের হিন্দুদের উৎসব কুম্ভ মেলা। তবে কৌশলে এর নেতিবাচক দিক বাদ দিয়েছে উগ্র হিন্দুত্ববাদিরা। উল্লেখ করা হয়নি কিভাবে শত শত মানুষ আহত ও ৩০ জন নিহত হয়েছে।

অন্যদিকে, উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। তারা বলছে, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে গেরুয়াকরণ করছে উগ্র হিন্দুত্ববাদীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস