
পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে অভিযোগ অস্বীকার করে তদন্তের কথা বলে আসছে পাকিস্তান। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কয়েক দফা গুলি-বিনিময়ের ঘটনাও ঘটেছে। এরই মাঝে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি।
পাকিস্তানি গণমাধ্যমের কাছে আফ্রিদি বলেন, ‘সন্ত্রাসীরা এক ঘণ্টা ধরে পেহেলগামে মানুষ হত্যা করতে থাকে এবং ৮ লক্ষ ভারতীয় সৈন্যের মধ্যে একজনও আসেনি। কিন্তু যখন তারা করে, তারা পাকিস্তানকে দোষারোপ করে।’
পেহেলগামে কোনো সন্ত্রাসী হামলা হয়নি বলেও মনে করেন আফ্রিদি। তার মতে, ভারত নিজের জনগণকে হত্যা করে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে, ‘ভারত নিজেই সন্ত্রাসবাদ চালায়, নিজের জনগণকে হত্যা করে এবং তারপর পাকিস্তানের উপর দোষ চাপায়।’
আফ্রিদি আরও বলেন, ‘কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সর্বদা শান্তিকে সমর্থন করি। ইসলাম আমাদের কেবল শান্তি শেখায়, এবং পাকিস্তান কখনো এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। আমরা সর্বদা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছি।’
ক্রিকেট খেলতে ভারতে যাওয়ার আগে একবার হুমকি পেয়েছিলেন বলেও উল্লেখ করেছেন আফ্রিদি, ‘ভারত ভ্রমণের আগে আমরা অনেক হুমকি পেয়েছিলাম। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়, আমি অধিনায়ক ছিলাম এবং আমরা যাব কিনা তা আমার কোনো ধারণা ছিল না।’
ক্রীড়াক্ষেত্রেও ভারত বাজে কূটনীতি চালায় বলে মনে করেন আফ্রিদি, ‘ক্রীড়া কূটনীতিও ভালো। তারা (ভারত) তাদের কাবাডি দল এখানে পাঠায়, কিন্তু তারা তাদের ক্রিকেট দল পাঠাতে পারে না। যদি আপনি এটি বন্ধ করতে চান, তাহলে এটি সম্পূর্ণরূপে করুন, অথবা খেলাধুলা ছেড়ে দিন।’