
পতাকা বৈঠকের পরও মুক্তি মিলছে না পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য পুর্নম সাহুর। ঘটনার পর তিনবার পতাকা বৈঠক হলেও বিষয়টির কোনও সুরাহা হয়নি।
এমন পরিস্থিতিতে কলকাতা থেকে পঠানকোট বিএসএফ দফতরে স্বামীর সর্বশেষ খবর জানতে ছুটে গেছেন পুর্নমের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে পেহেলগাঁওকাণ্ডের জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে যখন উত্তেজনা চরমে, তখন পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে আটক হন বিএসএফ সদস্য পুর্নম সাহু।
এদিকে, স্বামীর দুঃসংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী।
পুর্নমের বাবা ভোলানাথ সাহু জানান, ছেলেকে নিয়ে তিনি খুবই চিন্তিত। কোনও খবর পাচ্ছেন না।
এদিকে রবিবার পুর্নমের বাড়ি যান বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পুর্নমকে মুক্ত করে ফিরিয়ে আনার আশ্বাস দেন।
বিএসএফের পরিচালক জেনারেল দলজিৎ চৌধুরী জানিয়েছেন, ঘটনার পরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুর্নম সাহুকে ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চলছে। এমনকি পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে কমান্ডার স্তরে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস