Image description

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত পরমাণু ইস্যুতে তিন দফা আলোচনা করেছে।  এই আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষর করা যা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে বাধাগ্রস্ত করবে এবং ওয়াশিংটনের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোও প্রত্যাহার করবে।

এই মাসের শুরুতে রোমে আলোচনার পর ওমান বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইরান এমন একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যা তেহরানের পারমাণবিক অস্ত্র এবং নিষেধাজ্ঞাগুলোকে ‘সম্পূর্ণরূপে মুক্ত’ করবে কিন্তু ‘শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি বিকাশের ক্ষমতা বজায় রাখবে’।

এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, একমাত্র ‘ভালো চুক্তি’ হবে ‘সমস্ত অবকাঠামো অপসারণ করা’, যা ২০০৩ সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ। যে চুক্তি অনুসারে তারা তাদের পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হয়েছিল।

নেতানিয়াহু বলেন, ইসরাইলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। 

এর আগে গত ১৯ এপ্রিল রয়টার্স এক ইসরাইলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আপাতত এই ধরনের অভিযান সমর্থন করবেন না জানানো সত্ত্বেও আগামীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরাইল।