
দ্বিতীয়বারের মতো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন।
সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি এবং ভিয়েনা রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন ভিয়েনার ২৩নং ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি।
মাহমুদুর রহমান নয়নের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার বাবা মাহবুবুর রহমান লালমোহন পৌরসভার বর্ণালী সড়কের বাসিন্দা। তারা পুরো পরিবার চার দশক ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাস করে আসছেন।
তিনি ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। মাহবুবুর রহমানের সুযোগ্য সন্তান মাহমুদুর রহমান (নয়ন) অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টির রাজনীতির সঙ্গে জড়িত।
ছাত্রাবস্তায় ২০১২-২০১৩ সালে হায়ার টেকনিক্যাল কলেজ থেকে সমগ্র অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন। অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন মাত্র ২৯ বছর বয়সে অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।
অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে ২০২০ সালে প্রথমবার ভিয়েনার ডিস্ট্র্রিক্ট কাউন্সির নির্বাচনে অংশগ্রহণ করে ২৩নং ডিস্ট্রিক্টের কাউন্সিলর নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো একই ডিস্ট্রিক্ট থেতে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭ এপ্রিল কাউন্সিলর পুন:নির্বাচিত হন। মাহমুদুর রহমান নয়নের পরিবার ভিয়েনায় বসবাস করা ২৩নং ডিস্ট্রিক্টের বাংলাদেশি অস্ট্রিয়ান নাগরিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।