Image description

সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বিলাওয়ালের হুঁশিয়ারিকে ‘শিশুসুলভ কথাবার্তা’ বলে মন্তব্য করেছেন তিনি। 

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শুক্রবার এক সমাবেশে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে, হয় সিন্ধুর পানি বইবে নয় ওদের রক্ত বইবে।’ 

এই মন্তব্যের পরই ভারতের রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

এই বিষয়ে ওয়াইসি বলেন, এই ধরণের শিশুসুলভ কথা ভুলে যান। তিনি জানেন না তার দাদার সঙ্গে কী হয়েছিল? তার মা? তার মা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। তাই অন্তত, তার এভাবে কথা বলা উচিত নয়। আপনি কি জানেন আপনি কী বলছেন? আমেরিকা যদি কিছু না দেয়, তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এবং আপনারা আমাদের ছোট করে দেখার চেষ্টা করছেন।

এদিন ওয়াইসি আরও বলেন, তাকে ভাবতে হবে কে তার মাকে হত্যা করেছে। সন্ত্রাসবাদ তাকে হত্যা করেছে। যদি সে তা না বোঝে, তাহলে আপনি তাকে কী ব্যাখ্যা করবেন? যখন তারা আপনার মাকে গুলি করে, তখন এটি সন্ত্রাসবাদ। আর যখন তারা আমাদের মা ও মেয়েদের হত্যা করে, তখন তা সন্ত্রাসবাদ নয়?

ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়া পাকিস্তানি নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন ওয়াইসি। তিনি বলেন, মনে রাখবেন, যদি আপনি কোনো দেশে প্রবেশ করে নিরপরাধ মানুষকে হত্যা করেন, তাহলে যেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো দেশই চুপ করে থাকবে না।

এ সময় পাকিস্তানের উদ্দেশে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আপনি কোন ধর্মের কথা বলছেন? আপনি খাওয়ারজির (ইসলামের প্রাথমিক বছরগুলিতে আবির্ভূত একটি উগ্রপন্থি সম্প্রদায়) এতে বোঝা যায় আপনিই আইএসের উত্তরসূরি। নিরীহ মানুষকে তাদের ধর্ম নিয়ে প্রশ্ন করে হত্যা করা আমাদের ধর্ম নয়।‘

তিনি বলেন, ‘ওরা (পাকিস্তান) ভারতের থেকে আধা ঘণ্টাও নয়, বরং অর্ধশতাব্দী পিছিয়ে আছে। আমাদের সেনাবাহিনীর বাজেট আপনার দেশের বাজেটের চেয়ে বেশি। পাকিস্তানি নেতাদের ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া উচিত নয়। তাদের মনে রাখা উচিত, তারা যদি অন্য দেশের নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে কেউ চুপ করে বসে থাকবে না।’